রাত ১২:৫৬, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব: কক্সবাজারে ৩ জনের মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:
কক্সবাজারে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

মঙ্গলবার রাতে জেলার কুতুবদিয়া এলাকার কাছ দিয়ে উপকূল অতিক্রমের সময় সদর উপজেলা, চকরিয়া ও মহেশখালী এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন চকরিয়ার বদরখীল এলাকার আসগর আলী, কক্সবাজার সদর উপজেলার আব্দুল খালেক এবং মহেশখালীর হারাধন।

তাদের মধ্যে ধসে পড়া দেয়াল চাপায় আব্দুল খালেকের এবং গাছ পড়ে বাকী দুজনের মৃত্যু মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘূর্ণিঝড় হামুন উপকূল অতিক্রমের সময় কক্সবাজার সদরে দেয়াল ধসে একজন ও মহেশখালীতে গাছ পড়ে একজনের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। এখন পর্যন্ত বিভিন্নভাবে ১০ থেকে ১২ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। আমাদের উদ্ধার তৎপরতা চলছে।’

এদিকে চকরিয়ার বদরখীল এলাকায় গাছ পড়ে আসগর আলী নামের একজনের মৃত্যুর কথা জানিয়েছেন করিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত জেলার সদর হাসপাতালে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্নভাবে আহত হয়ে ১১ জন ভর্তি হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশিকুর রহমান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন ভাবে আহত হয়ে হাসপাতালে ১১ জন ভর্তি আছেন। আর নিহতদের মধ্যে একজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে শুরু করে অতি প্রবল ঘূর্ণিঝড় হামুন। আবহাওয়ার ২৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে ভোর ৩ টা থেকে ৫ টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার কথা জানানো হয়। উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে কক্সবাজার ও আশেপাশের বিভিন্ন এলাকার অসংখ্য কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়। গাছ ও দেয়াল চাপায় আহত হন অনেকে।

আজকের সারাদেশ/২৪অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু