সকাল ৯:১১, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতকানিয়া থেকে এসে চন্দনাইশে অগ্নিসংযোগের চেষ্টা, পেট্রোলসহ আটক ২

আজকের সারাদেশ প্রতিবেদন:
পার্শ্ববর্তী উপজেলা থেকে সিএনজি অটোরিকশা যোগে এসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে একটি সিএনজি অটোরিকশাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে এই ঘটনা ঘটে।

আটক দুজন হলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আয়নার বাপের বাড়ির ২০ বছর বয়সী মো. জায়েদ এবং একই উপজেলার কেওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকার ৪০ বছর বয়সী মো. জাকির হোসেন ওরফে জাগির।

পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ৮ টার দিকে সাতকানিয়ার কেরানিহাট থেকে দুটি সিএনজি অটোরিকশা যোগে ৯ জন এসে শুরুতে মহাসড়কে টায়ার জ্বালায়। তারপর মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। তবে পুলিশি তৎপরতায় তারা পিছু হটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় একটি সিএনজি অটোরিকশাসহ তাদের দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম বলেন, ‘শফিকুল ইসলাম রাহি নামের এক ছাত্রদল নেতার নির্দেশে রবিউল ইসলাম রাহি নামের আরেকজনের নেতৃত্বে তারা দুটি সিএনজি অটোরিকশা যোগে এসে মহাসড়কে অগ্নিসংযোগের চেষ্টা করে। এসময় তাদের সঙ্গে পেট্রোল ও টায়ার ছিল। তারা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে চলন্ত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করছিলো। তবে পুলিশি তৎপরতায় ব্যর্থ হয় তারা।’

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/১৯নভেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি