ভোর ৫:৪৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়

আজকের সারাদেশ প্রতিবেদন:
তীরে এসেই যেন তরীটা ডুবল ভারতের। বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছানে ভরতকে অনেকটা হেসে খেলেই হারিয়েছে অস্ট্রেলিয়া।

রোহিতের হাতে উঠবে বিশ্বকাপ- এমন স্বপ্নে বিভোর ছিল ভারত। উৎসবে মেতে উঠতে কত-ই না প্রস্তুতি নেওয়া হয়েছিল। বৃথা গেল সবকিছু। বড় মঞ্চের সবচেয়ে বড় ম্যাচটা জিতেছে অস্ট্রেলিয়া। শতকোটির ভারতকে হারিয়ে সফল হয়েছে হেক্সা মিশনে। রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অজিরা জিতেছে ৪ উইকেট ব্যবধানে।

শিরোপা রেসে ব্যাটিংয়েই পিছিয়ে পড়ে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে অলআউট হয় ২৪০ রান। চ্যালেঞ্জিং সেই লক্ষ্য ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশানের দৃঢ়তায় ৪২ বল হাতে রেখে টপকে যায় অস্ট্রেলিয়া। এতে তাদের ক্যাবিরেটে যোগ হলো বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা। পাঁচ ট্রফি জয়ে আগেই টুর্নামেন্টে সবচেয়ে দল ছিল অজিরা। অর্থাৎ নিজেদের রেকর্ড আরও মজবুত করেছে তারা।

স্কোর ডিফেন্ডে জয়ের পথে ছিল না ভারত- এমনটা বলার সুযোগ নেই। কারণ মাত্র ৭ ওভারে অস্ট্রেলিয়ার তিন উইকেটের পতন ঘটায় স্বাগতিকরা। প্রথম আঘাত হানেন মোহাম্মদ শামি। ৭ রান করা ডেভিড ওয়ার্নারকে আউট করেন এই পেসার। মিচেল মার্শকে (১৫) লোকেশ রাহুলের ক্যাচ বানান জাসপ্রিত বুমরাহ। ভারতীয় এই পেসারের বলেই এলবিডব্লিউ হন ৪ রান করা স্টিভ স্মিথ।

মাত্র ৪৭ রানে সেরা তিন অজি ব্যাটারের বিদায়ে গর্জে উঠে নীল জনসমুদ্রের গর্জন। সেটা আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায় রাতের আঁধারে। ভারতের শিরোপা স্বপ্ন অন্ধকারে মিলিয়ে দেন হেড এবং লাবুশানে। ভারতীয় বোলারদের কোনো সুযোগ না দিয়ে ১৯২ রানের জুটি দুজনে। সেটাও মাত্র ২১৫ বলে। সেঞ্চুরিয়ান হেড যখন আউট হন, তখন জয় থেকে মাত্র ২ রান দূরে ছিল অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ে নেমেই ২ রান নিয়ে নীল সাগরে জয়োল্লাসে মাতেন গ্লেন ম্যাক্সওয়েল। তার সঙ্গী হন ৫৮ রানে অপরাজিত থাকা লাবুশানে। ফাইনাল সেরা হয়েছেন হেড। ১২০ বলে ১৫ চার ও ৪ ছক্কায় ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। বলার অপেক্ষা রাখে না, তিনিই কাঁদিয়েছেন শতকোটির ভারতকে।

আজকের সারাদেশ/১৯নভেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি