দুপুর ১:৩৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু, আহত আরও দুই ভাই

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সাতকানিয়ায় চাচাকে মারধরের প্রতিশোধ নিতে গিয়ে ছুরিকাঘাতে শাহাদাত হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার আরও দুই ভাই৷ তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় অভিযুক্ত যুবক মো. তারেক হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০ টার দিকে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের রোয়ার দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ৩৪ বছর বয়সী মো. শাহাদাত হোসেন ওই এলাকার মো. ইউনুসের ছেলে। ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তিনি। আহত দুজন হলেন শাহাদাতের বড় ভাই ও ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ছোটভাই শাহনেওয়াজ হোসেন। তাদের মধ্যে আনোয়ারের অবস্থা গুরুতর। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক তারেক হোসেনও একই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফুর রহমান বলেন, ‘সোমবার রাতে এক নৈশপ্রহরীর সঙ্গে তারেকের ঝামেলা হয়। ওই নৈশপ্রহরী আবার আনোয়ার, শাহাদাত আর শাহনেওয়াজের চাচা। মঙ্গলবার রাতে ছদাহা বাসস্ট্যান্ডে তারেককে পেয়ে তিনভাই মিলে চাচার সঙ্গে ঝামেলার কারণ জানতে চান। তখন কথা কাটাকাটি থেকে তারেককে মারধর করে তিনভাই। এতে তারেক মাটিতে পড়ে যায়।’

‘এক পর্যায়ে তারেক উঠে তিন ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। বাকীদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘কথা কাটাকাটি থেকে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’#

আজকের সারাদেশ/২২নভেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি