সকাল ৮:২৯, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীর মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। এসময় অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হন।

সোমবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে ফটিকছড়ির নাজিরহাটে নতুন রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।

নিহতরা হলেন এক ট্রাকের চালক ভুজপুর থানার ঝিলতলী এলাকার মো. মোসলেম উদ্দিনের ২৬ বছর বয়সী ছেলে মো. রুবেল এবং তার সহকারী ও একই এলাকার আব্দুর রশীদের ২৮ বছর বয়সী ছেলে মো. আলমগীর। এই ঘটনায় আহত হন অন্য ট্রাকের চালক নূর মিয়া। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আদিল মাহমুদ বলেন, ‘রাতে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় ডাম্প ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরমধ্যে একটি খাগড়াছড়িমুখী ও অন্যটি চট্টগ্রাম শহরমুখী ছিল। দুর্ঘটনায় খাগড়াছড়িমুখী ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে তৎক্ষনাৎ স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেছেন।’

দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/০৫ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি