সন্ধ্যা ৭:৪৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকার বিনিময়ে লোক ভাগিয়েছে আওয়ামী লীগ: রিজভী

আজকের সারাদেশ প্রতিবেদন:

আওয়ামী লীগ অর্থ দিয়ে প্রতারণা করে নির্বাচনে লোক ভিড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘অর্থ দিয়ে, প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে নাম শোনা যায়নি এমন ব্যক্তিদের আওয়ামী লীগ নির্বাচনে ভিড়িয়েছে।’

বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যাদেরকে কিনে ভোটে ভিড়িয়েছে, তাদের দুই-একজন ছাড়া কারও নাম পর্যন্ত শোনেনি দেশের মানুষ। গুটিকয় উচ্ছিষ্ট ও দল থেকে বিতাড়িত জনধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন‘লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। তবে যারা বিএনপির আদর্শ ধারণ করেন তাদের কাউকে তারা ভেড়াতে পারেনি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লুটেরা চক্র এবং তাদের দোসররা এমপি হওয়ার জন্য এখন জনগণের কাছে নয়, গণভবনের দিকে ছুটছেন। ভাগবাটোয়ারা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে। প্রতিদ্বন্দ্বিরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, শুধু সংসদে যেতে চান।’

নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। বলেন, ‘গোটা দেশের মানুষ, সব বিরোধী দলের বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে।’

‘শেখ হাসিনার একগুঁয়েমি দেখে অনুমিত হচ্ছে তিনি দেশ ও জনগণকে ধ্বংস করে তবেই বিদায় নেবেন। দেশের ঘরে ঘরে ক্ষুধার জ্বালায় মরণাপন্ন মানুষ, অন্নের অভাবে কচু-ঘেচু সেদ্ধ খেয়ে প্রাণ বাঁচাচ্ছে, চারদিকে হাহাকার, অর্থনীতি বলে কিছু নেই- এমন পরিস্থিতিতে বিরোধী মতের গলা টিপে ঢাক-ঢোল নিয়ে আওয়ামী লীগের ভোট ডাকাতির উৎকট উল্লাস চলছে দিকে দিকে। চলছে বিরোধীদের বাড়িঘর থেকে বিতাড়িত করার মহোৎসব।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘জনগণ জানতে চায়, গণভবনের তালিকায় শুধু নির্বাচনের নামে সিলমোহর দেয়ার জন্য কেন রাষ্ট্রীয় প্রায় দুই হাজার কোটি টাকা লোপাটের ব্যবস্থা করা হচ্ছে? দেউলিয়া ও বুভুক্ষু পরিস্থিতিতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে কেন এই ভোটের নামে করা হচ্ছে ভেল্কিবাজি করা হচ্ছে?

‘কাকে এমপি ঘোষণা করা হবে, আর কাকে তালিকা থেকে ছেঁটে ফেলা হবে সবকিছুই তো প্রস্তুত আছে। এখনই ঘোষণা দিলে তো ল্যাঠা চুকে যায়।’

জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কেউ ভাগবাটোয়ারার পাতানো নির্বাচনে সহযোগিতা করবেন না। ভোটাররা ভোটদান থেকে বিরত থাকুন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা প্রত্যাহার করুন। অন্যথায়, এই অমার্জনীয় অপকর্মের জন্য জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

আজকের সারাদেশ/০৬ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি