আজকের সারাদেশ প্রতিবেদন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের আদালত এই রুল জারি করেন।
মির্জা ফখরুলকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার সাথে কোনো সম্পৃক্ততা নেই দাবি করেন তার আইনজীবীরা। তার অসুস্থতার কথাও আদালতকে জানান মির্জা ফখরুলের আইনজীবীরা। আদালত রাষ্ট্রপক্ষকেও শুনেন। উভয় পক্ষকে শুনে আদালত রুল জারি করেন।
২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা এবং নাশকতার মামলায় বিএনপি মহাসচিবকে গ্রেফতার করা হয়।
আজকের সারাদেশ/একে