আজকের সারাদেশ প্রতিবেদন:
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে হিমালয় পাদদেশের সবচেয়ে কাছের জেলা হিসেবে পরিচিত দিনাজপুর। রোববার সকালে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। যা চলতি মৌসুমে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসে জেলার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ ছাড়া ভোর ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার সকালে জেলার সর্বনিম্ন তামাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।’
আগামী কয়েকদিন আরও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
আজকের সারাদেশ/১০ডিসেম্বর/এএইচ