দুপুর ২:৫৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপার চেয়ারম্যানসহ নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেন রওশন এরশাদ

আজকের সারাদেশ প্রতিবেদন:

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের চেয়ারম্যানসহ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ইচ্ছে করেই বাদ দেওয়ার অভিযোগ করে দলের নেতাদের প্রতি সমর্থন নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে তিনি এমন মন্তব্য করেন।

রওশন এরশাদ মঙ্গলবার দুপুর ১টার দিকে গণভবনে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ছেলে সাদ এরশাদ ও রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রওশনকে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানানো হয়।

গণভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের সামনে রওশন এরশাদ বলেন, ‘আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে? জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওর কথা তার মনে নাই।’

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাতে চাননি তিনি।

রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ, রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মশিউর রহমান রাঙ্গা, মামুনুর রশিদ প্রমুখ।

নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন।’

৭ জানুয়ারির নির্বাচনের প্রতি সমর্থন আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঠিক আছে।’

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবারের এই সাক্ষাৎ ‘কোন্দলে থাকা’ জাতীয় পার্টির জন্য ভিন্ন ‘অর্থ’ বহন করছে বলে ধারণা করা হচ্ছে। কেননা জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না- সরকারের পক্ষ থেকে এমন সংশয় ব্যক্ত করা হয়েছে। এমন অবস্থায়ই জাতীয় পার্টির নির্বাচনের বাইরে থাকা অংশটির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

এর আগে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগে ১৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আওয়ামী লীগের পক্ষে বৈঠক নিয়ে কেউ কিছু না বললেও পরে এ নিয়ে কথা বলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা। তিনি জানান, জাতীয় পার্টির (জাপা) সঙ্গে নির্বাচনী জোট না করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, দলের আড়াই শ’ থেকে তিন শ’ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

আজকের সারাদেশ/১২ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি