দুপুর ২:৩২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ রণক্ষেত্র আনোয়ারা: অবরোধকারীদের হামলায় আহত ওসিসহ ৪ পুলিশ সদস্য 

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের আনোয়ারা অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও দুই কনস্টেবল আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ রাউন্ড গুলি ছুড়েছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

বুধবার দুপুরে বাঁশখালী-আনোয়ারা সড়কে শশী ক্লাব এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) কাউছার হোসাইন বলেন, ‘দুপুরে শশী ক্লাব এলাকায় অবরোধের সমর্থনে বিএনপি-জামাতের বেশ কিছু লোক জড়ো হওয়ার খবর পেয়ে ওসি স্যার ও ওসি তদন্ত স্যারসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা দেয়। এতে তারা আমাদের উপর হামলা করে। ওসি স্যারের চোখের ডানপাশে ইট লেগে গভীরভাবে কেটে গেছে। ওনাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।’

‘ওরা ওসি স্যারের গাড়িও ভাংচুর করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ রাউন্ড ফায়ার করেছি। তাদের একজন আটক আছে।’

তবে স্থানীয়দের তথ্য অনুযায়ী বিএনপি জামায়াতের সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চলমান অবরোধের সমর্থনে ওই এলাকায় মিছিল বের করে উপজেলা যুবদল। ওই মিছিল থেকে গাড়ি ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে অবরোধের সমর্থনে মিছিলকারীদের ছুড়া ইটে আহত হন পুলিশের চার সদস্য। এই বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আনোয়ারা উপজেলা যুবদলের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

আজকের সারাদেশ/১৩ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি