সকাল ৯:১৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের সারাদেশ ডেস্ক:
পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রামের সকল উপজেলাসহ মহানগরের গুরুত্বপূর্ণ পাইকারী ও খুচরা বাজারে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতাই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মূল্যতালিকা না টানানো ও ক্রয় বিক্রয় চালান দেখাতে না পারায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

পেঁয়াজের মূল্য ও মজুদ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের প্রায় অর্ধশতক দোকানীকে সতর্ক করেছেন এবং যাতে ২ কেজির বেশি পেঁয়াজ একজন ক্রেতাকে বিক্রি করা না যায় সে ব্যাপারেও সচেতন করেছেন। এছাড়াও খুচরা পর্যায়ে মূল্য বর্তমান পেঁয়াজের মজুদ অনুযায়ী ১২০ টাকার বেশি যাতে বিক্রি না করে সে মার্কেট কমিটি সকল ব্যবসায়ী কে সতর্ক করেছেন।

অন্যদিকে পাহাড়তলি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিমাদ্রী খীসা। এ সময় তিনি ০৮ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো উমর ফারুক ২ নং গেইট সংলগ্ন কর্ণফুলী বাজারে ক্রয় বিক্রয় রসিদ অসংরক্ষণ ও উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক সাকিব, ফিরোজ স্টোর কে ১০ হাজার এবং আবদুল হাকিম, খাজা স্টোর কে ২০ হাজার সহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম চাক্তাই বাজারে অভিযান পরিচালনাকালে ০১ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। অভিযানে ০২ টি দোকানে ০৮ হাজার (টাকা) জরিমানা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা কাজির দেউড়ি বাজার মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় সহ মহানগরীতে সর্বমোট ১৬ টি মামলায় ৬৪ হাজার টাকা অর্থদÐ ও সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও মনিটরিং করা হচ্ছে।১৫ টি উপজেলা ও মহানগরে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। দাম নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আজকের সারাদেশ/১৩ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি