সকাল ৯:২৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। ১৬ ঘন্টা অভিযান পরিচালনা করে ওই কারখানা থেকে দেশি-বিদেশি অস্ত্র ও সরঞ্জামসহ ৪ কারিগরকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন র‍্যাবের আভিযানিক দলটি।

র‍্যাব জানায়, ওই ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত ১৬ ঘণ্টার অভিযান চালায়।

এতে ৪জন কারিগর গ্রেপ্তার  ও দেশীয় ১০টি বন্দুক, ১০টি রাইফেলের গুলি, ১২টি কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন ধরনের বিপুল সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, অস্ত্র তৈরির কারিগর জাফর আলম, লাল মিয়া, মাঈন উদ্দিন ও শাহাব উদ্দিন।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, সংঘবদ্ধ চক্রটি গহীন পাহাড়ে কারখানা গড়ে দীর্ঘ দিন ধরে অস্ত্র তৈরি করে আসছিল। মঙ্গলবার বিকাল ৩টায় অভিযান শুরু করে কারখানার সন্ধান পাওয়া যায় বুধবার ভোর ৫টায়।

এই র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘কারখানা অস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করতে সক্ষম হই। পরে তাদের তথ্যের ভিত্তিতে নিজেদের বসতঘর থেকে আরও দুই কারিগরকে আটক করা হয়। তারা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, দীর্ঘ দিন ধরে পাহাড়ে কারাখান গড়ে অস্ত্র তৈরি করে অপরাধীদের কাছে বিক্রি করে আসছিল। এলাকাটি দুর্গম পাহাড়ি হওয়ায় তাদের অপকর্ম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে ছিল।’

তিনি আরও বলেন, ‘আটককৃতরা সন্ধান পাওয়া কারখানাটির সঙ্গে সম্পৃক্ত থাকা আরও কয়েকজনের ব্যাপারে তথ্য দিয়েছে। এ ছাড়াও গহীন এ পাহাড়ি এলাকায় আরও কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার তথ্যও রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আজকের সারাদেশ/১৩ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি