সকাল ৭:০২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চারুকলা প্রদর্শনীতে পুরষ্কৃত ছাত্রলীগ নেত্রীকে বাবরের শুভেচ্ছা

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক চারুকলা প্রদর্শনীতে অংশ নিয়ে পুরষ্কৃত হওয়ায় হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেত্রী অনিকা সুলতানাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

শনিবার বিকেলে একাডেমির গ্যালারি ভবনের মিলনায়তনে গিয়ে আনিকা সুলতানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

পুরষ্কৃত হওয়া অনিকা সুলতানা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

দেশের শিশু কিশোর ও তরুণদের মধ্যে চিত্রকলা চর্চায় আগ্রহ তৈরীর লক্ষ্যে একাডেমির চারুকলা শাখার সাধারণ বিভাগের প্রশিক্ষণার্থীদের নিয়ে ৩ দিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে একাডেমি। ১৪ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীতে মোট ২২০ টি ছবি প্রদর্শন হয়। এর মধ্যে ১৫ টি ছবিকে পুরষ্কৃত করা হয়। এর মধ্যে আমার সোনার বাংলা শিরোনামে আঁকা অনিকার ছবিটিও পুরষ্কৃত হয়।

অনিকাকে শুভেচ্ছা জানিয়ে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে শিল্প সাহিত্য চর্চাও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে খুব সহজেই বেশি সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। অনিকার এই অর্জন মহসিন কলেজ ছাত্রলীগের অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীদেরও অনুপ্রাণিত করবে।’

মহসিন কলেজ ছাত্রলীগের নেতা আনোয়ার বলেন, “বিজয়ের দিনে এই অর্জন আমাদের স্মার্ট ছাত্রলীগের অর্জন। ছাত্রলীগের নেতা কর্মীরা পড়াশোনার পাশাপাশি শিল্প সাহিত্যে এগিয়ে যাচ্ছে।”

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা রুপম সরকার, মাঈন উদ্দিন সোহেল, সিমলা দত্ত তন্বী, নাজিম উদ্দিন, রাবেয়া বসরী লিজা, শাখাওয়াত হোসেন রাব্বী, এনাম হোসেন, নাজমুল হাসান বাপ্পু, ফারহান উদ্দিন, ইমাম হোসেন ইমন, লায়লা সিকদার লিপি, এইচ এম জাহিদ, তুসমিতা আক্তার, রাকিবুল ইসলাম, মোহাম্মদ সাগর।

আজকের সারাদেশ/১৬ডিসেম্বর/বিআই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি