সকাল ১০:২৯, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে নৌকা পেয়েও কপাল পুড়ল সালাম-নোমানের

আজকের সারাদেশ প্রতিবেদন:

জোটের সমীকরণে আসন ভাগাভাগিতে চট্টগ্রামে দুইটি আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন প্রার্থী। চট্টগ্রামে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ২টি আসন ছাড় দিয়ে নিজেদের প্রার্থীদের প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। ফলে এ চট্টগ্রামে ১৬ টি আসনের মধ্যে ‍দুইটি আসনে নৌকা পেয়েও শেষ পর্যন্ত কপাল পুড়ল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও এবং পাঁচলাইশ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। শেষ পর্যন্ত জোট সঙ্গীদের এই দুই আসন ছেড়ে দিতে হয়েছে দলটির। রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক  বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। চট্টগ্রামে জোট থেকে মনোননয়ন পাওয়া প্রার্থীরা হলেন,  চট্টগ্রাম-৫ আসনের বর্তমান সাংসদ ও জাতীয় পার্টি (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ  ও  চট্টগ্রাম-৮ আসনে জাপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ।

চট্টগ্রামে জোট থেকে মনোননয়ন পাওয়া সোলায়মান আলম শেঠ  বলেন, আমার দলের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদ চট্টগ্রামের উন্নয়ন করেছেন। আমি নিজেও র্দীঘদিন ধরে জাতীয় পার্টির চট্টগ্রামের রাজনীতিতে সক্রিয়। আমি নির্বাচিত হয়ে অবহেলিত বোয়ালখালী মানুষের পাশে থাকতে চাই। আমাকে নির্বাচিত করলে সবসময় এই সংসদীয় আসনের মানুষের সুখ-দুঃখে পাশে পাবে। আগামী ৭ জানুয়ারি জনগণ আমাকে হতাশ করবে না।

আজকের সারাদেশ/১৭ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী