সকাল ৯:০৯, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে একবার খালা আরেকবার ফুফু ডাকেন কি সূত্রে, লতিফকে সুমন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন বলেছেন, আওয়ামী লীগের নাম বিক্রি করে দেশের বাইরে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। প্রধানমন্ত্রীকে তিনি (লতিফ) তিনি একবার খালা ডাকেন আরেকবার ফুফু ডাকেন। দৃঢ়চিত্তে বলতে চাই, এবার আর তাকে সে সুযোগ দিবে না জনগণ। আমাদের লক্ষ্যমাত্রা রাজাকারমুক্ত ১১ আসন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব গোসাইলডাঙ্গার ২নং জেটির পশ্চিম শেষে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে এসব কথা বলেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন।

সুমন বলেন, ৮৬ সালে জামায়াতের হয়ে নির্বাচন করেছেন। সব খবর আছে আমাদের। নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের পাহাড় তার। আমরা একসাথে ৭ জানুয়ারি ক্যাটলি করে চা খেয়ে নেত্রীর কাছে যাবো।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর আওয়ামীলীগের লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত বলেন, ‘নেত্রী বলেছেন আওয়ামী লীগের হয়ে যারা এবার নমিনেশন চেয়েছেন সবাই যোগ্য। তাছাড়া সবাইকে আমার নৌকা দেয়ার সুযোগ নেই। কাজেই যাদের জনপ্রিয়তা আছে তারা জিতে আসবেন স্বতন্ত্র হিসেবে। সুতরাং আমিও মনে করি সুমন কোনোভাবেই বিদ্রোহী প্রার্থী না। এ-ও বলি ১১ আসনের নৌকা পঁচা কাঠ দিয়ে বানানো’।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের সভাপতিত্বে ও ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মদ, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান নাছির, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো.হারুন, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাফরুল হায়দার সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি