সকাল ৬:০১, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁশখালীতে শিশুর মৃত্যু নিয়ে রহস্য

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালীতে তাহমিমুল ইসলাম নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে নিখোঁজের দুইদিন পর বাড়ির আঙ্গিনার পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহমিমুল ইসলাম বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আব্দুর পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার।

নিহত শিশুর চাচা আব্দুর রহীম বলেন, ‘মঙ্গলবার দুপুরের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না। দুপুর একটার দিকে তাকে বাড়ির আঙ্গিনায় দেখা গিয়েছিল। পরবর্তী সব জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে আমরা পুকুরেও জাল দিয়ে খোঁজেছি, পাওয়া যায়নি। কিন্তু বৃহস্পতিবার ভোরে ফজরের নামাঢ়ের সময় তাকে সিড়ির কাছে ভাসতে দেখেন আমাদের এক নিকটাত্মীয়।’

তিনি আরও বলেন, ‘আমার ভাতিজার ডেডবডি পাওয়া গেছে প্রায় ৪০ থেকে ৪৫ ঘন্টা পর। ততক্ষণে পুকুরে ডুবলে ডেডবডিতে কিছু পরিবর্তন থাকতো। কিন্তু আমার ভাতিজার মরদেহ তাজা ছিল, মনে হয়েছে রাতেই কেউ মেরে পুকুরে ফেলে দিয়েছে।’

পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনায় বুধবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে তার মরদেহ পাওয়া গেছে। শিশুটির ঠোঁটে আর চোখে হালকা আঘাতের চিহ্ন ছিল।’

নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২১ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি