আজকের সারাদেশ প্রতিবেদন:
টেকনাফে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি।
তিনি জানান, রবিবার (২৪ ডিসেম্বর) রাতে হ্নীলা ইউপির উলুচামারি কোনারপাড়া ৬নং ওয়ার্ডস্থ আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম পানখালী মইন্যার জুম এলাকার সৈয়দ আলমের ছেলে। এসময় অন্য ডাকাতরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে সোহেলের দেহ তল্লাশী করে ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি), উভয় পাশ ধারালো ১টি চাকু, ১টি দা, ২টি লোহার রড জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক আনোয়ার হোছেন প্রকাশ লেডাইয়া (৩২) সহ আরো ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিন যাবৎ এই ডাকাত দলটি হ্নীলা ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আজকের সারাদেশ/একে