সকাল ৮:৫৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে আসেনি কেন জানতে চায় ইইউ

আজকের সারাদেশ প্রতিবেদন:

বিএনপি কেন নির্বাচনে আসেনি সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানতে চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি এলো না কেন, নির্বাচন কেমন হবে, কতটুকু সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, নির্বাচনের ফল সবাই মানবে কিনা, আইন-শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, নির্বাচনবিরোধীদের অবস্থা কী, তারা মেজর কোনো প্রোবলেম করতে পারে কি না- এমন নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে আমরা আমাদের মতো করে জবাব দিয়েছি।’

তিনি বলেন, ‘তারা একটা বিষয় বিশেষ করে জানতে চেয়েছেন যে বিরোধী দল কে হবে? তারা আসলে বলার চেয়ে শুনতে আগ্রহী ছিলেন। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি। আমরা বলেছি, স্বতন্ত্রদের বেশিরভাগ আওয়ামী লীগ; তবে সবাই আওয়ামী লীগের নন। বাইরের লোকও স্বতন্ত্র নির্বাচন করছেন। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছেন।’

বিরোধী দল কে হবে- এমন প্রশ্নের জবাবে কী বলেছেন জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের ফলাফলই বলে দেবে বিরোধী দল কে হবে।’

তিনি বলেন, ‘বৈঠকে আলোচনায় বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি এসেছে। নির্বাচনে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে। ১৮৯৬ জন প্রতিযোগিতা করছেন। এসব বিষয় তারা পজিটিভলি নিয়েছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটা কথা বলেছি যে সারা বাংলাদেশের ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে। সে কারণে নির্বাচনের টার্ন-আউট সন্তোষজনক হবে। পাঁচ বছর পর পর নির্বাচন করা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা।’

কাদের বলেন, ‘ইইউ প্রতিনিধিরা ভায়োলেন্সের বিষয়ে কথা তুলেছিলেন। আমরা বলেছি, বিএনপি ভায়োলেন্স করছে; শান্তিপূর্ণ নির্বাচনকে ঘিরে তারা ভায়োলেন্স করতে চাচ্ছে। রিমোট কন্ট্রোল লিডারের বাস্তবতার সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এখন মাথাব্যথা ইউক্রেন নিয়ে; গাজা, ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে। এসব প্রসঙ্গ বিশ্ব রাজনীতিতে এখন প্রকট। তারা বেশি মাথা ঘামাচ্ছেন ওসব নিয়ে।’

টিআইবি বিএনপির শাখা সংগঠন:

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকে বিএনপির শাখা সংগঠন হিসেবে আখ্যায়িত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘টিআইবি ও বিএনপির মতাদর্শ একই।’

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে দলের নেতাকর্মীরা কাজ করলে কোনো সমস্যা নেই বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের।

বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/২৬ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি