দুপুর ২:২৩, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ একটি আতঙ্কের মধ্যে: রিজভী

আজকের সারাদেশ প্রতিবেদন:

পুরো দেশ এখন একটি আতঙ্কের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি- অনেকেই এ দুটি দিন নানাভাবে উৎসব করেন, উপভোগের চেষ্টা করেন। বাংলাদেশে পরিস্থিতি ভিন্নরকম। এখানে মানুষের মনে আনন্দ নেই। দেশ একটি আতঙ্কের মধ্যে।’

শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে চলমান কর্মসূচি আরও দুদিন বাড়ানোর ঘোষণা দেন তিনি।  নতুন ঘোষণা অনুযায়ী বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রোববার ও পরদিন সোমবার একই দাবিতে তাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশি অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট ও গণসংযোগ কর্মসূচি দেয়। পরে তা দুদিন বাড়ানো হয়, শনিবার শেষ হচ্ছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন,‘তারপরও বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে দুদিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।’

রিজভী বলেন, ‘সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন ত্বরান্বিত হচ্ছে। দেশের প্রতিটি মানুষ এখন আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেত-খামারে, বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।

‘কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩-১৪-১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটি আবারও করছে। পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশার বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে। দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।’

আজকের সারাদেশ/৩০ডিসেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’