আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন ২০২৩ সেমিস্টারে ভিসি ও ডিনস্ অ্যাওয়ার্ড নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর তা সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মূলত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে এসব শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন ৭ বিভাগের ৩৯৫ জন শিক্ষার্থী। আর ভিসি অ্যাওয়ার্ড পেয়েছেন ৮১ শিক্ষার্থী। ওই পোস্টে এমন ফলকে ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স’ বলে উল্লেখ করা হয়। কিন্তু এর পরই ঘটে বিপত্তি। এই তালিকা দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুক ব্যবহারকারীরা এমন ফলাফলকে অস্বাভাবিক হিসেবে দেখছেন। অনেকেই পোস্টটি তাদের ব্যক্তিগত টাইমলাইন ও বিভিন্ন গ্রুপে শেয়ার করেছেন। সর্বশেষ ৮ ঘন্টায় এটি শেয়ার হয়েছে মোট ১১ শতাধিকবার। কমেন্ট করেছেন কয়েকশ’ শিক্ষার্থী। তবে কর্তৃপক্ষ বলছে, তারা শিক্ষার্থীদের লিখিত ও ব্যবহাররিক পরীক্ষার উপর মূল্যায়ন করে ফল প্রকাশ করেছেন। অস্বাভাবিকতার কিছু নেই।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, এর আগেও অনেকবার শিক্ষার্থীদের এমন সাফল্যের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার কেন এটা নিয়ে চর্চা হবে, সেটা আমরা বুঝতে পারছি না। হতে পারে আগের বছরগুলোয় বিষয়টি জনসাধরণের নজরে আসেনি, তাই চর্চাও হয়নি। এখানে প্রশাসনের কিছুই করার নেই।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ডিনস্ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের ফল ৩.৫০ থেকে ৪-এর মধ্যে। এদের মধ্যে আছেন- অর্থনীতি বিভাগে ৯ জন, ইংরেজি বিভাগে ১৯ জন, ব্যবসায় প্রশাসনে ১১৮ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয় বিভাগে ১৯২জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (প্রফেশনালস) ১২ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে (প্রফেশনালস) ১৭ জন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মোট ২২ জন শিক্ষার্থী।
অন্যদিকে ভিসি অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা সবাই জিপিএ-৪ পেয়েছেন। এদের মধ্যে- অর্থনীতি বিভাগে ৬ জন, ইংরেজি বিভাগে ৮ জন, ব্যবসায় প্রশাসনে ৩৫ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (প্রফেশনালস) ২ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয় বিভাগে ২৩ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে (প্রফেশনালস) ৩ জন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মোট ৪ জন শিক্ষার্থী রয়েছেন।
এদিকে, শিক্ষার্থীদের এ ফলাফল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হওয়ার পর থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের ফলকে ইতিবাচক-নেতিবাচক উল্লেখ করে চর্চা শুরু করেন ব্যবহারকারীরা। অনেকে বলছেন, এ ধরনের ফল পেতে তারাও বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে চান। আবার অনেকে এসব শিক্ষার্থীদের মাল্টি-ট্যালেন্টেড বলে উল্লেখ করেছেন।
ওই পোস্টের মন্তব্যের ঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, মাসখানেক আগেও তাদের বিশ্ববিদ্যালয়ে ভিডি-ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেখানে মাত্র ৪ জন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক শামস উদ দোহার বলেন, শিক্ষার্থীরা রেজাল্ট করেছে, বিশ্ববিদ্যালয় সেটা প্রকাশ করেছে। প্রকাশিত ফল নিয়ে কে কী বলেছে, সেটা দেখার বিষয় নয়। সশরীরে দেখা করলে এটি নিয়ে বিস্তারিত কথা বলা যাবে বলে উল্লেখ করেন তিনি।
সার্বিক বিষয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা যা লিখেন, শিক্ষক-পরীক্ষকরা সেটাই মূল্যায়ন করেন। রিটেনের বাইরে অনেক বিভাগের ব্যবহারিক পরীক্ষাও থাকে। সেটার উপরেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এ ফলের ভিত্তিতে যারা ভালো ফল করেন, তাদের ভিসি ও ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
আজকের সারাদেশ/৩০ডিসেম্বর/এএইচ