দুনিয়া ডেস্ক:
এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরো ১৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রীর তথ্য প্রকাশ করেছে। গাজায় হামলা বন্ধে যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে ঠিক তখনই এমন তথ্য সামনে এলো। এমনকি এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রীর তথ্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছ থেকেও গোপন করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার ইসরায়েলের কাছে নতুন করে এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রীর তথ্য জানিয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফা ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রী করলো যুক্তরাষ্ট্র। এবার বিক্রী করা অস্ত্র ও সামরিক সরঞ্জামের মূল্য ১৪ কোটি ৭৫ হাজার ডলার।
দেশটি বলছে, ইসরায়েলের সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। নিজেদের জন্যই এই ইসরায়েলকে আত্মরক্ষায় সাবলম্বী করে তোলা দরকার বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয় দফায় ইসরায়েলকে জরুরী ভিত্তিতে এ সহায়তা দেয়া হলো। এর আগে ডিসেম্বরের শুরুতে ইসরায়েলকে ১০ কোটি ৬০ লাখ ডলারের ১৩ হাজার গোলা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এবারের সহায়তার পরিমান আগের চেয়ে প্রায় ৫ কোটি ডলার বেশি।
সাধারণত এমন সহায়তার ক্ষেত্রে কংগ্রেসকে বিষয়টি অবহিত করতে হয়। কংগ্রেস তথ্য যাচাই বাছাই করে পক্ষে বা বিপক্ষে মত দিতে পারে। কিন্তু এক্ষেত্রে সেসবের ধার ধারে নি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন।