ভোর ৫:১৮, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলকে আরো ১৫ কোটি ডলারের অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের

দুনিয়া ডেস্ক:

এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরো ১৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রীর তথ্য প্রকাশ করেছে। গাজায় হামলা বন্ধে যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে ঠিক তখনই এমন তথ্য সামনে এলো। এমনকি এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রীর তথ্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছ থেকেও গোপন করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার ইসরায়েলের কাছে নতুন করে এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রীর তথ্য জানিয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফা ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রী করলো যুক্তরাষ্ট্র। এবার বিক্রী করা অস্ত্র ও সামরিক সরঞ্জামের মূল্য ১৪ কোটি ৭৫ হাজার ডলার।

দেশটি বলছে, ইসরায়েলের সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। নিজেদের জন্যই এই ইসরায়েলকে আত্মরক্ষায় সাবলম্বী করে তোলা দরকার বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয় দফায় ইসরায়েলকে জরুরী ভিত্তিতে এ সহায়তা দেয়া হলো। এর আগে ডিসেম্বরের শুরুতে ইসরায়েলকে ১০ কোটি ৬০ লাখ ডলারের ১৩ হাজার গোলা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এবারের সহায়তার পরিমান আগের চেয়ে প্রায় ৫ কোটি ডলার বেশি।

সাধারণত এমন সহায়তার ক্ষেত্রে কংগ্রেসকে বিষয়টি অবহিত করতে হয়। কংগ্রেস তথ্য যাচাই বাছাই করে পক্ষে বা বিপক্ষে মত দিতে পারে। কিন্তু এক্ষেত্রে সেসবের ধার ধারে নি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত