আজকের সারাদেশ প্রতিবেদন:
আনোয়ারায় হাতির আক্রমণে একটি মুদি দোকান ভাঙচুরের ঘটে। পরে দোকান মালিক মো. আবদুল হাকিম থানায় হাতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এতে দেড় লক্ষ টাকার ক্ষতি হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী।
রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুর পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, রোববার ভোর ৫ টার দিকে হঠাৎ হাতি এসে আমার সেমিপাকা দোকানে আক্রমণ করে দোকানের গ্রিল ভেঙে ফেলে। এ সময় আমি দোকানে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেলে আমি প্রাণে বেঁচে বের হতে পারলেও হাতির দল আমার দোকানের চাল, গম, চিনি, আটা, ভুষিসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি করে।
আনোয়ারা থানার কর্তব্যরত অফিসার এএসআই নূরুন্নাহার বলেন, হাতির আক্রমণে দোকানের মালামাল ক্ষতি হওয়ার কারণে থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্ত হওয়ার পর থানায় সাধারণ ডায়রি হবে। এরপর ক্ষতিপূরণের ব্যবস্থা হবে।
আজকের সারাদেশ/৩১ডিসেম্বর/এএইচ