আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের বন্দর এলাকায় পকেট গেইট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আড়াই ডজন দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার বিকেল পৌনে চারটার দিকে পকেট গেইট বাজারে একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসেছি। আমাদের দুটো স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
আগুনে ১৭ জন মালিকের কাঁচা-পাকা মিলে ২৯ টি দোকান পোড়ে গেছে বলে জানান তিনি।
আজকের সারাদেশ/৩১ডিসেম্বর/এএইচ