আজকের সারাদেশ প্রতিবেদন:
রাত ১২ টা ১ মিনিটে আতশবাজি আর আলোর ঝলকানিতে শুরু হয় নতুন বছর ২০২৪ কে বরণ। আর নতুন বছরের প্রথম সূর্যে যাত্রা শুরু হলো নতুন দিনের।
থার্টি ফার্স্ট নাইটের রেশ কাটতে না কাটতেই ভোরের আবির্ভাব। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে পূর্ব আকাশে কুয়াশা ভেদ করে উঠে আসে নতুন দিনের সূর্য। জানান দেয় ইংরেজি নববর্ষের প্রথম দিনের।
এই শুরু যেন অনেক কিছুর বার্তা বহন করছে। ২০২৩ এর ক্লান্তি আর কষ্ট ভুলে নতুন করে শুরুর বার্তা আর আনন্দ যুক্ত নির্মল বাতাসের বার্তা।
নতুন বছর পৃথিবী ফিরে পাক নতুন রূপ। সারাটা বছর পূন্যময় হোক সাধারণ মানুষের।
বাঙালির অগ্রযাত্রার যে ধারা শুরু হয়েছে তাতে ২০২৪ সালে যুক্ত হবে নতুন নতুন মাত্রা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ সব ক্ষেত্রে আরও এগিয়ে যাবে-এমন প্রত্যাশা দেশের সব মানুষের। গত বছর যে আশা-প্রত্যাশা নিয়ে পথচলা শুরু হয়েছিল তার অনেকখানি হয়তো পূরণ হয়নি। কিন্তু তাতে কিছু যায় আসে না, নতুন উদ্যম নিয়ে এগিয়ে গেলে সাফল্য আসবেই। এটাই আজকের দিনের প্রত্যয়।
আজকের সারাদেশ/একে