আজকের সারাদেশ প্রতিবেদন:
বছরের প্রথম দিনে একযোগে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে বই উৎসব। খুদে শিক্ষার্থীদের হাতে দেয়া হচ্ছে বিনামূল্যে নতুন বই। চট্টগ্রামেও আনুষ্ঠানিকভাবে এ উৎসবে শিক্ষার্থীরা প্রথম দিনেই সব বই হাতে পেয়েছে।
এদিন সকালে চট্টগ্রামে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের বই উৎসবের অনুষ্ঠান শুরু হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় শিক্ষার্থীরা একযোগে নতুন বই উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
৫ম শ্রেণীর সামিয়া লাবিব বলেন, ডিসেম্বর মাস জুড়ে অপেক্ষায় ছিলাম নতুন বইয়ের ঘ্রাণ নিতে, অবশেষে হাতে বই পেলাম, খুব খুশি লাগছে।
আরেক শিক্ষার্থী সাদিয়া মুন বলেন, নতুন ক্যারিকুলামের বই নতুন অভিজ্ঞতা দিবে, মনে হচ্ছে পড়াশোনার চাপ কমবে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান বলেন, বছরের শুরুতে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত পাশাপাশি তাদের অভিভাবকরাও উদ্বেলিত। বছরের শুরুতে নতুন বই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলেও জানান তিনি। পাশাপাশি এ কর্মসূচি যেন সবসময় অব্যাহত থাকে সে প্রত্যাশার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে সরকার। চট্টগ্রামে ২০২৪ সালে প্রাথমিক ও মাধ্যমিকে প্রায় ১ কোটি ৯২ লক্ষ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো হয়েছে।
আজকের সারাদেশ/একে