বিকাল ৩:৫৮, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব

আজকের সারাদেশ প্রতিবেদন:

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জেলার বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১’লা জানুয়ারি (সোমবার) নগরীর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদি উর রহিম জাদিদ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, চট্টগ্রাম পিটিআই সুপার মোঃ জয়নাল আবেদীন।

এছাড়া অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা, চট্টগ্রাম মহানগরীর সকল থানা শিক্ষা অফিসের কর্মকর্তা এবং লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএসসির সভাপতি, শিক্ষক-শিক্ষিকাগণ, কোতোয়ালী থানার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া।

উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১ জেলায় ১কোটি ৬৭লক্ষ ৬৮হাজার ৪০০টি এবং চট্টগ্রাম জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪৬লক্ষ ৭৯হাজার ৯০১টি বই বিতরণের জন্য বরাদ্দ হয়েছে এবং সকল শিক্ষার্থীদের মাঝে তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু