সকাল ৬:০৯, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানে ভূমিকম্পের পর সুনামি

দুনিয়া ডেস্ক:

৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। সোমবার এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখনো ক্ষয় ক্ষতি নিরুপণ করতে পারেনি জাপান। কিন্তু ভূমিকম্পের পর এরই মধ্যে বেশ কিছু অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া বিভাগ।

এরই মধ্যে জাপান সাগরের পশ্চিম উপকূলে কিছু এলাকায় সুনামির দেখা পাওয়া যাচ্ছে। সেখানে তিন ফুটের ঢেউয়ের সুনামি দেখা যাচ্ছে। তবে আরও বড় ঢেউয়ের সুনামি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সেই সাথে নাগরিকদের আফটার শক বা ভূমিকম্প পরবর্তী কম্পনের জন্যও প্রস্তত থাকতে বলা হয়েছে। সুনামি সতর্কতায় এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হায়াশি ইয়োশিমাসা এক জরুরী সংবাদ সম্মেলনে বলেন, ভূমিকম্পে সুনামির সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে কিছু এলাকায় তিন ফুট উচুর ঢেউ পরিলক্ষিত হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে আফটার শকের জন্য প্রস্ততি নিতে নাগরিকদের পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে নিরাপদে আশ্রয় গ্রহণের জন্যও পরামর্শ দেয়া হচ্ছে।

তবে এ ঘটনায় বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠান হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার বলছে ইশিকাওয়া ও তোয়ামা অঞ্চলের ৩৬ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে এখনও ভূমিকম্পের ঘটনায় জাপানের পারমানবিক কেন্দ্রগুলোর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত