আজকের সারাদেশ প্রতিবেদন:
সংসদ সদস্য নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাটহাজারীর বাসিন্দাদের জন্য চাকরি ও ভর্তিতে বিশেষ কোটা চালুর ঘোষণা দিয়েছেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী ভিপি মো. নাজিম উদ্দীন। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী ফতেপর গ্রামে অবস্থিত। কিন্তু হাটহাজারীর শিক্ষার্থীদের ভর্তির জন্য কোনো বিশেষ সুবিধা নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চাকরীর ক্ষেত্রে হাটহাজারীবাসীকে অগ্রাধিকার দেওয়া হয় না। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী বাসিন্দাদের জন্য চাকরী এবং ভর্তিতে বিশেষ কোটার ব্যবস্থা করব।’
সোমবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণসংযোগকালে নাজিম উদ্দীন এই প্রতিশ্রুতি দেন।
ভিপি নাজিম বলেন,আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমি আপনাদের সহযোগিতায় স্বৈরাচারের বিরুদ্ধে নির্বাচন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নির্বাচিত হয়েছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আমার হক রয়েছে। আমি এমপি নির্বাচিত হওয়া মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার হওয়া। তাই আগামী ৭ জানুয়ারি সোনালী আঁশ (পাট) মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন।
ভিপি নাজিম উদ্দিনের বক্তব্যকে অবশ্য বাকা চোখে দেখছেন এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাটহাজারীর বাইরের শিক্ষার্থীসহ অনেকে। তাঁরা বলছেন, চবি হচ্ছে দেশের অন্যতম একটি প্রধান বিশ্ববিদ্যালয়ে। এখানে চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন। চাকরির ক্ষেত্রেও সেটিই হওয়া উচিত। কিন্তু সেখানে এমপি হলে শুধু একটি উপজেলার বাসিন্দাদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া মানে চবিকে হাটহাজারী বিশ্ববিদ্যালয় বানানোর মতো চিন্তা। আর একটা কথা মনে করিয়ে দেওয়া উচিত-নাজিম উদ্দীন চাকসুর ভিপি হয়েছিলেন বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের যৌথ ভোটে।
আজকের সারাদেশ/একে