বিকাল ৩:৫৪, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে পিতাকে মারধর করায় ছেলের ১০ বছর কারাদণ্ড

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে পিতাকে মারধর করায় ছেলের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী থানায় বাবাকে মারধরের মামলায় ছেলে জিকু চৌধুরীকে (৩৫) ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১ জানুয়ারি) ৪র্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো: শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত জিকু দক্ষিণ কাট্টলী এলাকার ডা. মুকুল শীলের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো: ওমর ফুয়াদ জানান, সঠিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বাবাকে মারধরের মামলায় অভিযোগ প্রমাণিত হলে আদালত ছেলে জিকুকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। উভয় কারাদণ্ড একসাথে চলবে। অভিযুক্ত জিকু চৌধুরী পালিয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ছদু চৌধুরী রোড উপশম ফার্মেসীতে অবস্থানকালে পিতা ডা. মুকুল শীলকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দিয়েছে ছেলে জিকু চৌধুরী এবং পরবর্তীতে এ ব্যপারে নিষেধ করলে পিতাকে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাম হাতে গুরুতর জখম করে। পিতা চিকিৎসাধীন থাকা অবস্থায় ফার্মেসীর তালা ভেঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় ছেলে জিকু।

পরবর্তীতে পিতাকে ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তোলে জিকু। এ ঘটনায় পিতা ডা. মুকুল শীল বাদী হয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০২১ সালের ৮ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ২৩ মে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছে।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’