আজকের সারাদেশ প্রতিবেদন:
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণে শেষ পর্যন্ত ৯৫ জনের প্রাণহানীর খবর নিশ্চিত করেছে দেশটি। আর বুধবারের এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও দখলদার রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।
ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক সহযোগী মোহাম্মদ জামসিদি এক্স (টুইটার) বার্তায় লেখেন, “ওয়াশিংটন বলেছে, কেরমানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নেই। সত্যিই তা-ই? যে অপকর্মের জন্য তুমি অন্যকে দোষারোপ করো, সেটা তোমার মাথায় আগে ঘুরপাক খায়।’
তিনি আরও দাবী করেন, এ হামলার দায় যুক্তরাষ্ট্র ও ইহুদী শাসকদের।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। হুশিয়ার করে বলেছেন, এর কড়া জবাব দেয়া হবে।
যদিও এ হামলার দায় অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আর ইসরায়েল এখনও কোনো প্রতিক্রিয়া জানায় নি। বরং প্রতিক্রিয়া জানাতে দেশটির কর্মকর্তাদের বারণ করেছে নেতানিয়াহুর সরকার।
আয়াতুল্লা আলী খামেনির পর দেশটির ‘সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি’ মনে করা হতো কাশেম সোলাইমানিকে। ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় সোলাইমানিকে হত্যা করা হয়।
আজকের সারাদেশ/একে