ভোর ৫:৫৪, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দিতে কেন্দ্রে আসার জন্য ভোটারদের বুঝানো হচ্ছে: সিইসি

আজকের সারাদেশ প্রতিবেদন:

ভোটারদের কোনো চাপ নয়, বরং ভোট দিতে কেন্দ্রে আসার জন্য তাদের বুঝানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘৭ জানুয়ারি হ‌তে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ভোট দেয়ার জন‌্য ভোটার‌দের চাপ হচ্ছে না। ভোট দিতে কেন্দ্রে আসার জন্য তাদেরকে বুঝানো হচ্ছে।’

বৃহস্প‌তিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বি‌দে‌শি কূটনী‌তিকরা জানতে চান যে আসন্ন নির্বাচনে ভোটদানে ভোটারদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে কি না। জবাবে সিইসি তাদেরকে বলেন যে ভোট দিতে ভোটারদের কোনো ধরনের চাপ দেয়া হচ্ছে না।

বি‌দে‌শি দূত‌দের ব্রিফিং শে‌ষে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘আমরা যখনই নির্বাচন করি, ভোটার সাধারণের কাছে একটা আবেদন রাখি এবং সেটা আমাদের দায়িত্বের অংশ। ভোটারদের আমরা বলি- আপনারা ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটা চাপ নয়, এটা হচ্ছে সচেতনতা।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘চাপের কথা যদি বলেন তাহলে অন্যদিক থেকে হতে পারে। যেমন- একটি বয়কটিং দল (বিএনপি) ভোট বর্জন করছে এবং ভোটারদের প্রতি তাদের আবেদন- আপনারা যাবেন (ভোটকেন্দ্র) না। তাহলে ভয়ে একটা চাপ সৃষ্টি হতে পারে। এটা তাদের (বিদেশি কূটনীতিক) ব্যাখ্যা করেছি।’

আজকের সারাদেশ/০৪জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত