সকাল ১১:৩৮, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতকানিয়া-লোহাগাড়ায় অবকাঠামো উন্নয়ন ও উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে : মোতালেব

লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন ও উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে স্মার্ট সাতকানিয়া-লোহাগাড়া গড়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যান তৈরি করে ইন্ডাস্ট্রিয়াল জোন গঠন করা হবে । পাশাপাশি কারিগরি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে দেশ ও বিদেশে বিভিন্ন কারখানায় চাকুরী উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা হবে। যার কারণে এ জনপদের প্রত্যন্ত অঞ্চলের লোকজন স্ব স্ব ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে সুখে- শান্তিতে বসবাস করবে। 

গতকাল ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫টায় লোহাগাড়ার পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় মাঠে ঈগল প্রতিকের সমর্থনে আয়োজিত সমাপনী বিশাল নির্বাচনী  জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই উল্লেখ করে এম এ মোতালেব বলেন, আমার ব্যবসা-বাণিজ্য ছেলেরা দেখে। সৃষ্টিকর্তা আমাকে সবকিছু দিয়েছেন। আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নেই। এখন মৃত্যুর আগ পর্যন্ত আমার এলাকার গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাই আগামী ৭ জানুয়ারী আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে মাদক, সন্ত্রাস ও দখলবাজসহ সকল অপকর্ম বন্ধ করে এলাকায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিব। 

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের   সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় জনসভায়  অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা.আ. ম.ম মিনহাজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও  সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের,  চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, সাতকানিয়া উপজেলা অংশের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দী খোকন, শহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসাইন কবির, মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিক, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা বেগম, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, পদুয়ার সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, পুটিবিলার সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, চরম্বার সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাদাত উল্লাহ, জেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জামিল উদ্দিন,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাইফুল ইসলাম সুমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ। 

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত