আজকের সারাদেশ প্রতিবেদন:
তারুণ্য নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্ষুদে কোরআনের হাফেজদের নিয়ে কেক কাঁটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শাখা ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সোহেল।
এসময় ছাত্রলীগ নেতা সোহেল বলেন, আগামী ৭ তারিখ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা জঙ্গিবাদমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। দেশরত্ন শেখ হাসিনা সে লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নিয়োজিত থাকবে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা-কর্মীরা।
এই সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তানভীর ফয়েজ, তামজিদুল ইসলাম অনিক, ইকরামুল হক রাজু, এইচ এম জাহিদ, মুহাম্মদ কাউসার, রিয়াজ মাহমুদ, তারিবুন চৌধুরী, আরফান খান প্রমুখ।
আজকের সারাদেশ/একে