সকাল ৬:৪৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভোটকেন্দ্র ও পিক-আপ ভ্যানে আগুন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে একটি ভোটকেন্দ্র ও মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর বন্দর থানা ও সীতাকুণ্ড উপজেলায় এসব ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অগ্নিসংযোগের পৃথক ঘটনাদুটি নিশ্চিত করেছেন।

এইদিন ভোর ৫ টার দিকে বন্দর থানার নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌঁনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শামীম মিয়া বলেন,  ‘দুর্বৃত্তের আগুনের খবর পেয়ে আমরা তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ২ টা ইউনিয়ন পৌনে এক ঘন্টা চেষ্টা করে ভোর পৌনে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আ স ম মাহতাব উদ্দিন বলেন, ‘এটাতে তেমন কোনো ক্ষতি হয়নি, সঙ্গে সঙ্গে নেভানো গেছে৷ নাশকতার চেষ্টা করছিল আর কি৷ আমাদের টিম কাজ করছে এটা নিয়ে।’

অনেকটা একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা নূর উদ্দিন দুলাল বলেন, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে প্লাস্টিকের ড্রামবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা ।’

আজকের সারাদেশ/০৬জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি