আজকের সারাদেশ প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৫ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে। রবিবার ৭ (জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিববারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল মোতালেব।
এসময় স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব বলেন, ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি চাই ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোন ধরনের মারামারি যাতে না হয়। সুষ্ঠু ভোটের মাধ্যমে সবাই আমাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।
আজকের সারাদেশ/একে