আজকের সারাদেশ প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভোট দিয়েছেন।
৭ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ৮টায় আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
প্রসঙ্গত, সাংসদ নওফেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়ে সরকারের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজকের সারাদেশ/একে