আজকের সারাদেশ প্রতিবেদন:
ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি আরও বলেন, ‘আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালর আজ রোববার সকালে ভোট দিয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এরপর তিনি আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের তিনি জানান, একটি প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বাকি প্রার্থীদের এজেন্ট দেখেননি।
ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট না থাকার বিষয়ে সিইসি বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যাঁরা, তাঁদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।…আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিংএজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’
আজকের সারাদেশ/একে