আজকের সারাদেশ প্রতিবেদন:
পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে শনিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশে এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। অঞ্চলটির গভর্নর ভাদিম ফিলাশকিন এ দাবি করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে জাতিসংঘের এক কর্মকর্তা।
ইউক্রেনের টেলিভিশনকে গভর্নর ফিলাশকিন বলেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে রাশিয়ার একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র পোকরোভস্কে আঘাত হানে।
তিনি বলেন, বর্বরোচিত এ হামলায় ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ থেকে ১৭ বছর বয়সের পাঁচ শিশুও রয়েছে।
আজকের সারাদেশ/একে