সন্ধ্যা ৭:৪৯, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চান্দগাঁওয়ের এক কেন্দ্রে যুবদলের বাঁধার মুখে বন্ধ ভোটগ্রহণ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের এক কেন্দ্রে যুবদলের বিক্ষোভের মুখে প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। এসময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে বেশ কয়েকটি পটকা-বাজি ও ককটেল বিস্ফোরণ করে তারা। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভী পুকুর পাড় এলাকার আল হিকমা ইন্টারন্যাশনাল কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১২ টার পর ওই এলাকায় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা ভোটারদের ভোটকেন্দ্র যাওয়ার পথে বাঁধা দেওয়ার পাশাপাশি বাজি-পটকার শব্দ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের ধাওয়া করে সরি দেয়। প্রায় ১ ঘন্টা পর ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।

ওই এলাকায় (চান্দগাঁও থানা) নির্বাচনী দায়িত্বে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আকরাম খান বলেন, ‘নির্বাচন বর্জনকারী একটি দলের কর্মীরা ভোটগ্রহণে বাঁধা দেওয়ার চেষ্টা করছে। তারা মৌলভী পুকুর পাড় এলাকায় জড়ো হয়ে বাজি-পটকা ফুটিয়ে ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় প্রায় ১ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিয়েছি।’

এসময় বিক্ষোভকারীদের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এই বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর যুবদল ও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি