সকাল ১১:৩৩, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চান্দগাঁওয়ের এক কেন্দ্রে যুবদলের বাঁধার মুখে বন্ধ ভোটগ্রহণ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের এক কেন্দ্রে যুবদলের বিক্ষোভের মুখে প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। এসময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে বেশ কয়েকটি পটকা-বাজি ও ককটেল বিস্ফোরণ করে তারা। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভী পুকুর পাড় এলাকার আল হিকমা ইন্টারন্যাশনাল কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১২ টার পর ওই এলাকায় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা ভোটারদের ভোটকেন্দ্র যাওয়ার পথে বাঁধা দেওয়ার পাশাপাশি বাজি-পটকার শব্দ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের ধাওয়া করে সরি দেয়। প্রায় ১ ঘন্টা পর ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।

ওই এলাকায় (চান্দগাঁও থানা) নির্বাচনী দায়িত্বে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আকরাম খান বলেন, ‘নির্বাচন বর্জনকারী একটি দলের কর্মীরা ভোটগ্রহণে বাঁধা দেওয়ার চেষ্টা করছে। তারা মৌলভী পুকুর পাড় এলাকায় জড়ো হয়ে বাজি-পটকা ফুটিয়ে ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় প্রায় ১ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিয়েছি।’

এসময় বিক্ষোভকারীদের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এই বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর যুবদল ও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত