আজকের সারাদেশ প্রতিবেদন:
বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করলো নির্বাচন কমিশন।
ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে আজ রোববার তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।
ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।