আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে এসব ইসলামী দলের কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও ভোটের মাঠে সেই প্রভাব দেখা যায়নি।
এবার চট্টগ্রামের ১৬ টি আসনের ১২ টিতে অংশ নিয়ে সব আসনেই জামানত হারিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) প্রার্থীরা।
১৫ আসনে অংশ নিয়ে সব আসনে জামানত হারিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) সব প্রার্থী। ৯ আসনে জামানত হারিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) প্রার্থীরা , দুটি করে আসনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) ও ইসলামী ঐক্যজোটের (মিনার) প্রার্থীরা। আর একটি আসনে অংশ নিয়ে জামানত রক্ষা করতে পারেননি বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) প্রার্থী।
আজকের সারাদেশ/০৮ জানুয়ারী