আজকের সারাদেশ প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সোমবার শেয়ার করা এক বার্তা থেকে এই তথ্য জানা গেছে।
ওই বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।’
সোমবার পাঠানো পৃথক অভিনন্দনপত্রে ভারতের প্রধানমন্ত্রী মোদি আত্মবিশ্বাস ব্যক্ত করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশকে টানা চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের অপরিবর্তনীয় অংশীদারত্বের সব ক্ষেত্রে আরও গভীর হতে থাকবে।
‘বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ভারত বাংলাদেশের আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে।’
বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে তাদের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানান।
আজকের সারাদেশ/০৮জানুয়ারী