সকাল ৬:১২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রের দখল নিতে অনুসারীর গুলি, সস্ত্রীক ফাঁসলেন কাউন্সিলর ওয়াসিম

আজকের সারাদেশ প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রের সামনে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় পিস্তল উঁচিয়ে গুলি করা সেই ব্ল্যাক শামীমের পাশাপাশি তার রাজনৈতিক গুরু কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী রুমানা চৌধুরীও ফেঁসেছেন। তারা ছাড়াও খুলশী থানায় দায়ের করা এই মামলায় এজহারনামীয় আরও ৩ জন এবং অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার দুপুরে গুলিবিদ্ধ রিকশাচালক জামাল উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়ে নিশ্চিত করেছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

তবে সোমবার রাতে সীতাকুণ্ড থেকে সেই শামীমকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। এই বিষয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে বাহিনীটি।

এর আগে রোববার দুপুরে চট্টগ্রাম-১০ আসনে পাহাড়তলী ডিগ্রি কলেজের বাইরে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রের দখল নেওয়াকে কেন্দ্র করে ঘটা এই সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের লোকজনের দিকে গুলি ছুড়েন শামীম আজাদ নামের এক যুবক। তার গুলি করার একটি ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায় শামীম আজাদ স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগ নেতা। এলাকায় ব্ল্যাক শামীম নামে পরিচিত এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

পাহাড়তলী কলেজের বাইরের ওই সংঘর্ষে শান্ত বড়ুয়া ও মো. জামাল নামের দুজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে মো. জামালের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে সোমবার দুপুরে খুলশী থানায় মামলা দায়ের করেন।

আজকের সারাদেশ/০৮ জানুয়ারি/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি