সকাল ১১:৩৫, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁশখালীতে চাঁদা না পেয়ে লবণমাঠের পলিথিন কেটে ১৪ লাখ টাকার ক্ষতি

আজকের সারাদেশ প্রতিবেদন:

মোটা অংকের চাঁদা না পেয়ে বাঁশখালী উপকূলীয় সরল এলাকার ২০ বর্গাচাষীর ১৫ একর লবণ মাঠের প্রায় ৫’শ পাটি পলিথিন কেটে ফুটো করে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে লবণ চাষীদের অর্ধ ফুটন্ত লবণসহ চৌদ্দ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী লবণ চাষীদের।

সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সরল ইউনিয়নের পশ্চিম সরল ২ নম্বর ওয়ার্ডের বঙ্গোপসাগর উপূকলীয় সচিবের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নুরুল হোসেন, মো. ইসমাইল, সাইফুল হক, বাদশা, শাহনেওয়াজ, দেলোয়ার সহ ২০ লবণ চাষী ক্ষতিগ্রস্ত হন। এ ঘটনায় পৃথক দুই ঘোনার প্রায় ১৫ একর জমির ৫’শ পাটি পলিথিন ও অর্ধ-ফুটন্ত লবনসহ প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের।

এ ব্যাপারে ভুক্তভোগী লবণ চাষী মো. মনজুর আলম বাঁশখালী থানায় একটি মৌখিক অভিযোগ জানিয়েছেন। অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশখালী থানা পুলিশের একটি টিম।

চাষীরা জানায়, ঘটনার দুইদিন পূর্বে স্থানীয় কিছু সন্ত্রাসী লবণ চাষীদের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। এতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা দলবল নিয়ে লবণ চাষীদের ১৫ একর লবণ মাঠের ১৪ লক্ষ টাকার পলিথিন এবং ফুটন্ত লবণ নষ্ট করে ফেলে।

এতে ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা লবণ চাষীরা প্রতিহত করতে চাইলে তাঁদের প্রাণনাশের হুমকি প্রদান করে ফাঁকা গুলি করে ভীতি সঞ্চার করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তাদের দাবিকৃত চাঁদা সঠিক সময়ে পৌছে দেওয়ার হুমকি দেয়।

ভুক্তভোগী লবণ চাষী মো. মনজুর আলম বলেন, ‘রাতের আঁধারে আমাদের লবণ মাঠে বিচানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তাঁরা। ১৫ একর লবণ মাঠের সম্পূর্ণ পলিথিন কেটে ‘অর্ধ ফুটন্ত’ লবণ নষ্ট করে ফেলেছে। এতে আমাদের ১৪/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার উপ-পরিদর্শক বাবুল বলেন, ‘আমরা মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা করেছে তা এখনো জানতে পারিনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত