আজকের সারাদেশ প্রতিবেদন:
ইসরায়েলের বিমান হামলায় এবার সন্তান হারালেন গাজায় আল জাজিরার ব্যুরো চিফ ওয়ায়েল আল-দাহদুহ। রাফাহ শহরের কাছে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় গাড়িতে চলাচল করার সময় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার ফ্রিল্যান্স সাংবাদিক হামজা আল-দাহদুহ এবং আরেকজন এএফপির ভিডিও স্ট্রিংগার মুস্তাফা থুরিয়া নিহত হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
হামজা আল-দাহদুহ ছিলেন গাজায় আল জাজিরার ব্যুরো চিফ ওয়ায়েল আল-দাহদুহের ছেলে। গত অক্টোবরে যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি বিমান হামলায় ওয়ায়েল আল-দাহদুহের স্ত্রী, অন্য দুই সন্তান এবং একজন নাতি প্রাণ হারান। এর কয়েকদিন পর তিনিও ইসরায়েলি হামলায় আহত হন।
আল জাজিরা জানিয়েছে, রাফাহতে এই দুই সাংবাদিককে বহনকারী গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় এই হামলায় তৃতীয় আরেকজন ফ্রিল্যান্সার হাজেম রজব আহত হয়েছেন।
সংবাদ সংগ্রহের সময় তাদের গাড়ি লক্ষ্য করে যেখানে হামলা চালানো হয়েছে, সেটিকে নিরাপদ করিডোর হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল।
আজকের সারাদেশ/একে