আজকের সারাদেশ প্রতিবেদন:
২০১৫ সালের ২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় শাহজালাল হলের তৃতীয় তলার বারান্দায় রামদায় শান দিতে দেখা গিয়েছিল ছাত্রলীগের দুই কর্মীকে। যার মধ্যে একজন হলেন চবির চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। পরদিন সংবাদপত্রে রামদায় শান দেওয়ার ছবিটি আসলে দেশজুড়ে তা ব্যাপক আলোচিত হয়।পরবর্তীতে দুই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ১০ বছর পর মাস্টার্স পরীক্ষায় অংশ নিলেও নকল করতে গিয়ে ধরা পড়েছেন চবি ছাত্রলীগের আলোচিত সেই সাবেক সহ-সভাপতি টাইগার মোফা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইনস্টিটিউটের ৩০৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত ৫০১ নম্বর কোর্সের পরীক্ষা দেয়ার সময় হলের দায়িত্বরত এক শিক্ষিকার হাতে নকলসহ ধরা পড়েন তিনি।
পরীক্ষা কমিটির সভাপতি প্রণব মিত্র চৌধুরী বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে একটি কমিটি গঠন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নকলে ধরা পড়া মোফাজ্জল হায়দার মোফার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।
আজকের সারাদেশ/এমএইচ