ভোর ৫:৫৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চবি ছাত্রলীগের সেই টাইগার মোফা এবার পরীক্ষায় নকল করে ধরা

রামদায় শান দেওয়া চবি ছাত্রলীগ নেতা টাইগার মোফা

আজকের সারাদেশ প্রতিবেদন:

২০১৫ সালের ২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় শাহজালাল হলের তৃতীয় তলার বারান্দায় রামদায় শান দিতে দেখা গিয়েছিল ছাত্রলীগের দুই কর্মীকে। যার মধ্যে একজন হলেন চবির চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। পরদিন সংবাদপত্রে রামদায় শান দেওয়ার ছবিটি আসলে দেশজুড়ে তা ব্যাপক আলোচিত হয়।পরবর্তীতে দুই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ১০ বছর পর মাস্টার্স পরীক্ষায় অংশ নিলেও নকল করতে গিয়ে ধরা পড়েছেন চবি ছাত্রলীগের আলোচিত সেই সাবেক সহ-সভাপতি টাইগার মোফা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইনস্টিটিউটের ৩০৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত ৫০১ নম্বর কোর্সের পরীক্ষা দেয়ার সময় হলের দায়িত্বরত এক শিক্ষিকার হাতে নকলসহ ধরা পড়েন তিনি।

পরীক্ষা কমিটির সভাপতি প্রণব মিত্র চৌধুরী বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে একটি কমিটি গঠন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নকলে ধরা পড়া মোফাজ্জল হায়দার মোফার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি