সকাল ৬:১৮, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে থাকবেন যে ছয়জন

ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিক, কামাল আবদুল নাসের চৌধুরী

আজকের সারাদেশ প্রতিবেদন:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টার নাম। যদিও উপদেষ্টার দায়িত্ব পাওয়া ছয়জনের মধ্যে নতুন মুখ কেবল একজন। আর তিনি হলেন সাবেক মুখ্য সচিব কবি কামাল আবদুল নাসের চৌধুরী।

১১ জানুয়ারি রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া অপর পাঁচ উপদেষ্টা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক–ই–এলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। প্রধানমন্ত্রী এ ছয়জন উপদেষ্টাই মন্ত্রীর পদমর্যাদা, বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুযোগ–সুবিধা পাবেন। তবে কে কোন দায়িত্ব পালন করবেন তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

এর আগে একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা ছিলেন যথাক্রমে- মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তৌফিক–ই–ইলাহী চৌধুরী বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী