ভোর ৫:৪৭, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে থাকবেন যে ছয়জন

ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিক, কামাল আবদুল নাসের চৌধুরী

আজকের সারাদেশ প্রতিবেদন:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টার নাম। যদিও উপদেষ্টার দায়িত্ব পাওয়া ছয়জনের মধ্যে নতুন মুখ কেবল একজন। আর তিনি হলেন সাবেক মুখ্য সচিব কবি কামাল আবদুল নাসের চৌধুরী।

১১ জানুয়ারি রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া অপর পাঁচ উপদেষ্টা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক–ই–এলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। প্রধানমন্ত্রী এ ছয়জন উপদেষ্টাই মন্ত্রীর পদমর্যাদা, বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুযোগ–সুবিধা পাবেন। তবে কে কোন দায়িত্ব পালন করবেন তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

এর আগে একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা ছিলেন যথাক্রমে- মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তৌফিক–ই–ইলাহী চৌধুরী বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত