আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় শীর্ষ সন্ত্রাসী সবুজের নেতৃত্বে তার দুইভাই ও সঙ্গপাঙ্গসহ আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ উঠেছে। এসময় তাদের বাঁধা দেওয়ায় আব্দুল্লাহ আল মাহমুদ নামের একব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিপ ছুড়েন তারা।
শুক্রবার বিকেলে বায়েজিদ বোস্তামি থানার বার্মা কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আব্দুল্লাহ আল মাহমুদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী সবুজ চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আরেক শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম সাইফ ওরফে বার্মা সাইফুলের ভাই। এই দুই ভাইকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করেন ছোট দুই ভাই শামসু ও শাহীন। তাদের এই চার ভাইয়ের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় কয়েক ডজন মামলাও রয়েছে৷ বর্তমানে বার্মা সাইফুল কারাগারে থাকায় এলাকায় কিছুটা প্রভাব কমে যায় এই সন্ত্রাসী পরিবারের। পুনরায় বার্মা কলোনি এলাকার নিয়ন্ত্রণ নিতে শুক্রবার সবুজের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া চালায় তারা।
এই দিন বিকেলে সবুজের নেতৃত্বে সন্ত্রাসীদের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকা থেকে হিলভিউ আবাসিক এলাকা ও আলী নগর এলাকা হয়ে আমিন কলোনি পর্যন্ত মহড়া দেয়। এসময় নবীনগর এলাকায় তাদের বাঁধা দেওয়ায় আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আর্মি বাবুকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে, পুলিশের সামনেই আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এসময় হিলভিউ এলাকায় কয়েকটি দোকানও ভাংচুর করে তারা।
এই বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা বলেন, ‘আমি ঘটনার বিষয়ে শুনেছি। সবুজসহ আরও কয়েকটি নাম শোনা যাচ্ছে। একজন আহত আছে, তিনি চিকিৎসাধীন। তারা অভিযোগ দিলে বিস্তারিত জানতে পারব।’#
আজকের সারাদেশ/১২জানুয়ারী/এএইচ