দুপুর ২:২১, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র তুষারঝড়ে দুই হাজারের অধিক ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

আজকের সারাদেশ প্রতিবেদন:
তীব্র তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে প্রায় সমসংখ্যক ফ্লাইট বিলম্বও হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির মধ্যপশ্চিম ও দক্ষিণাঞ্চলে ফ্লাইট বাতিল ও বিলম্বের এসব ঘটনা ঘটে।

এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ফ্লাইট বিলম্ব ও বাতিলের কারণে সেখানে শত শত যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে এ পর্যন্ত দুই হাজার ৪০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে ও দুই হাজারের বেশি বাতিল হয়েছে।

শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ শতাংশ অন্তর্মুখী ফ্লাইটের মধ্যে প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে ও শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে আউটবাউন্ড এবং ইনবাউন্ড উভয় ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল করা হয়েছে।

এ ছাড়াও এ পরিস্থিতির প্রভাব পড়েছে ওইসব অঞ্চলের বিদ্যুৎ সরবরাহেও। তীব্র বজ্রঝড় ও তুষারঝড়ের কারণে শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গ্রেট লেক ও দক্ষিণে প্রায় দুই লাখ ৫০ হাজার বাড়ি এবং প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।


আজকের সারাদেশ/১৩জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’